ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি মারুফ, সম্পাদক রুবেল

চকরিয়া নিউজ ডেস্ক ::

বহু প্রতিক্ষার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, চকরিয়া উপজেলা শাখার নয় সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম যৌথ স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেয়। গতকাল মঙ্গলবার (৩১জুলাই) রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করে। নব গঠিত কমিটিতে সভাপতি হলেন, মোহাম্মদ মারুফ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন রুবেল, সহ-সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান, সহ-সভাপতি সাইফুল ইসলাম টিপন ও সহ-সভাপতি আবু ইউসুফ জয়, সাধারণ সম্পদক হলেন, আরহান মাহমুদ রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক বুলেট ফারুক ও যুগ্ন সাধারণ সম্পাদক আকিদ হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। এ ছাড়াও ঘোষিত কমিটির সাথে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা তারেক রাহাত, সাজিদ হোসেন সাকিব ও সাদ্দাম হোসেন মিটুকে জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে অন্তভূক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন।

পাঠকের মতামত: