ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা আ.লীগের বর্ধিত সভায় ১১ ইউনিয়নের নির্বাচনে তৃনমুল ভোটে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের সিদ্বান্ত

imagesএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই করার লক্ষ্যে বুধবার উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ডুলাহাজারা বনবিভাগের ডাকবাংলোতে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছারসহ উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন, অনুষ্টিত বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে সিদ্বান্ত নেওয়া হয়েছে আগামী শুক্রবার ও শনিবার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের। শুক্রবার চকরিয়া কলেজ মাঠে অনুষ্টিত হবে প্রথম বাছাই প্রক্রিয়া। ওইদিন উপজেলার বরইতলী, হারবাং, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাই হবে। পরদিন শনিবার ফাসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে দ্বিতীয় বাছাই কার্যক্রম। ওইদিন উপজেলার ফাসিয়াখালী, ডুলাহাজারা, বমুবিলছড়ি, চিরিঙ্গা ও খুটাখালী ইউনিয়নের প্রার্থী বাছাই হবে। তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সিদ্বান্ত নেওয়া হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটির ৬৫জন ও প্রত্যেক ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ১৮জন ওইদিন কাউন্সিলর হিসেবে ভোট দেবেন প্রার্থী বাছাইয়ের জন্য। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে রয়েছে তাঁরাও ওইদিন সম্মেলনে কাউন্সিলর হবেন।

পাঠকের মতামত: