ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেনীর ছাত্রকে মারধরের অভিযোগ, অভিভাবক মহলে উত্তেজনা

chakoria-coxsbazar-map-dcএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে আবু মুছা (১৬) নামের নবম শ্রেনীতে পড়–য়া ছাত্রকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেঠে। রোববার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনাস্থ দারুল হিকমাহ একাডেমী স্কুলে ঘটেছে এ অমানবিক মারধরের ঘটনা। গুরুতর আহত ওই ছাত্রকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে আহত শিক্ষার্থীর বাবা সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন জানান, তার ছেলে আবু মুছা দারুল হিকমাহ একাডেমীর নবম শ্রেনীতে অধ্যায়নরত। রোববার সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে অন্য শিক্ষার্থীদের মতো বিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলো। ওইসময় বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মেহেদী সেখানে উপস্থিত হয়ে কোন কারন ছাড়াই তার ছেলেকে কিল-ঘুষি মারে। এতে তার মুখ-মন্ডল ফুলে গেছে। ঘটনার খবর পেয়ে পরীক্ষার পর তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহত শিক্ষার্থীর বাবা অভিযোগ করেছেন, কোন অপরাধ না করেও তার ছেলে মারধরের শিকার হওয়ায় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় আজ সোমবার তিনি এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: