ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় জুয়া খেলা পরিচালকসহ আটক ৩

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলাধীন খুটাখালী বাজার থেকে জুয়ার আসর পরিচালকসহ তিন জনকে আটক করেন থানা পুলিশ।

আটক জুয়াটিরা হলো- খুটাখালী ইউনিয়নের পশ্চিম নয়া পাড়া এলাকার মোঃ ইলিয়াস (জুয়া পরিচালক), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড কচ্ছপিয়া এলাকার আলি আহমদ ও কক্সবাজার সদরের নাফিতখালী ২নং ওয়ার্ডের আবদুস সালাম। শনিবার রাত ১১টার দিকে খুটাখালীর জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক আবদুল বাতেন (১) বলেন, খুটাখালী বাজারে প্রতিনিয়ত জুয়ার আসর বসছে খবর পেয়ে ওসি বকতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে আটক করা হয় খুটাখালী বাস স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তিন জুয়াড়িকে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, খুটাখালীতে ইলিয়াসের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে জুয়ার আসর চলছিল। এলাকার সচেতন লোকজন তাকে নিষেধ করার পরও কোনপ্রকার কর্ণপাত করেনি। অবশেষে ইলিয়াসকে আটকের খবর পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

পাঠকের মতামত: