ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় গুজব ঠেকাতে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‍্যালী

লাবণ্য রাণী পূজা, নিজস্ব প্রতিবেদক ::
গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, “আইন নিজের হাতে তুলে নিবেন না” এ প্রতিপাদ্য নিয়ে দেশের জনগণকে সচেতন করতে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গুজব ছড়ানোর বিরুদ্ধে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‌্যালীটি বের হয়ে কোট সেন্টারস্থ প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে র‍্যালীটি শেষ হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি।

উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা কমল কান্তি পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ মিয়া, উপজেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির টিমলিডার আলহাজ নুরুল আবচার, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ, পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.জামাল উদ্দিন, পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম তীতু প্রমূখ।

এছাড়াও বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: