ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আটক

এম.জাহেদ চৌধুরী, চকরিয়া ::কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ মো.নুরুচ্ছবি (৩২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শনিবার ভোরে থানার এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত নুরুচ্ছবি ্ওই ইউনিয়নের পাগলিরবিল ভিলেজার পাড়ার মৃত ছিয়ার আহমদেও ছেলে।
চকরিয়া থানার এসআই আবদুল বাতেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল থেকে নূরুচ্ছবিকে আটক করা হয়। সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পাঠকের মতামত: