ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::৯
কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। গতকাল ২২ নভেম্বর (শুক্রবার) ডুলাহাজারা ইউনিয়নের রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকী কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে এ ঘুষ দেওয়ার ভিডিওটি ফাঁস হয়। ফাঁস হওয়া ওই ভিডিওতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, এদিকে অনেকের আনাগোনা আছে। “চুপ থাকেন” কথা কম বলেন, কাজ হয়ে যাবে। এসময় প্রতিত্তোরে রিংভং মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকী বলেন, স্যার এগুলো রাখেন, এখানে এক আছে। এরপর তিনি আবার বলেন, স্যার, তাহলে বাকী কথা মোবাইলে হবে”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিওর বিষয়ে জানতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম কে ঘুষ প্রদানকারী রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে বলেন- সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরো অনেকে ছিলেন। তবে, কী কারণে, মাধ্যমিক শিক্ষা কর্তাকর্তাকে ঘুষ দিয়েছেন জানতে চাইলে তিনি তার সদুত্তর দেননি।

অন্যদিকে, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ঘুষ কান্ডের বিষয়ে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘুষ আদায়কারী এবং ঘুষ প্রদানকারী ২ জনই সমান অপরাধী। এবিষয়ে যথাযথ প্রমাণ পেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। এসময় তিনি প্রতিবেদকে শিক্ষা কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিওটি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়ার অনুরোধও জানান।

[উল্লেখ্য: চকরিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এ ঘটনার আগেও নতুন বই বিক্রি, স্কুল পরিদর্শনে গিয়ে ঘুষ আদায়সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে]

পাঠকের মতামত: