ওইদিন সকালেই চকরিয়া থানা পুলিশ তাকে পেকুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাফর আলমকে গত ১৮ জুন বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পাঠকের মতামত: