নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চকরিয়া- লামা- আলীকদম-থানচি পোয়ামুহুরী সড়ক জীপ মালিক সমিতির (রেজিঃ নং ৬৯০) ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) চকরিয়া পৌরসভার ভরামুহুরী (খোদারকুম) এলাকায় সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু বিকাল চারটায় ভোট গ্রহন শেষে রাত আটটার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও লামা উপজেলা সমবায় অফিসার জাবেদ মীরজাদা, সদস্য বশির আহমদ, জাফর আলম কালু কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ও বিজিত প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ সওদাগর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে মোহাম্মদ মুবিন, যুগ্ম সম্পাদক পদে আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে বাদশা মিয়া ও লাইন সম্পাদক পদে বেলাল উদ্দিন এবং তিনজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
পাঠকের মতামত: