ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার ডুলাহাজারা বনবিট কর্মকর্তার অবহেলায় কাঠ পাচার

নিউজ ডেস্ক :: কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ডুলাহাজারা বনবিট কর্মকর্তার অবহেলায় কাটা গেল সংরক্ষিত বনভূমিতে দাঁড়িয়ে থাকা অর্ধশত বছরের গর্জন গাছ (মাদার-ট্রি)।

সরেজমিনে গেলে দেখা যায়, ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয় থেকে মাত্র ৩০০ গজ অদূের মালুমঘাট ষ্টেশনের লাগোয়া হাসিনা পাড়াস্থ রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গর্জন বাগানের বেদখলীয় জায়গা থেকে গাছটি কাটা হয়। কেটে ফেলা গাছটির পাশেই জনৈক বনভূমি অবৈধ দখলকারী ফোরকানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। হয়তো ফোরকান নিজে বা সংঘবদ্ধ চোরের দল দিয়ে গাছটি কাটা হয়েছে।

স্হানীয়দের অভিযোগ- এলাকাতে কিছু পেশাদার গাছ চোর রয়েছে। হয়তো জায়গাটির মালিক চোরদের সাথে কন্ট্রাক করে গাছটি কেটে ফেলে। এমনকি গাছ চোরেরা বিট কর্মকর্তার যোগসাজশে গাছ চুরির কাজটি করতে সাহস পাচ্ছে। তবে গাছ চোর কারা? তা এলাকার মানুষ জানলেও প্রকাশ্যে নাম বলতে রাজি হয়নি। কারণ চোরের সঙ্গে বনবিভাগের সখ্যতা রয়েছে।

ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শনিবার ভোরের আগে গাছটি কেটেছে চোরেরা। খবর পেয়ে গাছটি জব্দ করি। লেবারের অভাবে গাছটি এখন অফিসে আনতে পারেনি। তাছাড়া গাছটি কারা কেটেছে, তাদের শনাক্ত করে বন আইন মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।’ তবে চোরের দলের সঙ্গে বনবিভাগের লোকজনের কোন সখ্যতা নেই বলে দাবি করেন বিট কর্মকর্তা।

পাঠকের মতামত: