ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গিনেস বুকে নাম লেখালেন কম উচ্চতার নব দম্পতি!

অনলাইন ডেস্ক :::

দুই জনের উচ্চতাই অনেক কম। তবে কম উচ্চতা হলেও দমে যাননি তারা। ছোট হলেও স্বপ্ন তাদের অনেক বড়। তাইতো নিজেদের পছন্দেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

আর এতেই হয়ে গেল রেকর্ড। বলছি ব্রাজিলের ইটুপেভা অঞ্চলের পল গাবরিয়াল ডা সিলবা ব্যারোস এবং কাটিউসিয়া লি হোসহিনোর কথা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এরা এখন পৃথিবীর সব থেকে কম উচ্চতার নব দম্পতি হিসেবে খ্যাতি পেয়েছেন। সেই সাথে সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নামও নথিভুক্ত হয়েছে।

পল গাবরিয়ালের বয়স ৩১ এবং উচ্চতা ৩৫.৫৪ ইঞ্চি। কাটিউসিয়ার বয়স ২৮ এবং উচ্চতা ৩৫.৮৮ ইঞ্চি।

পাঠকের মতামত: