ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

খুন-গুমে দেশ ছেয়ে গেছে: এরশাদ

অনলাইন ডেস্ক ::

খুন গুমে দেশ ছেয়ে গেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সুপ্রিমকোর্টের রায়ে যা বলা হয়েছে, তাতে আমাদের মাথা হেট হয়ে গেছে। দেশে সুশাসন নেই, খুন গুমে দেশ ছেয়ে গেছে। আজ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির জন্য এ মন্ত্রিসভায় থাকা লজ্জার ব্যাপার উল্লেখ করে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে দূত পদ দিয়ে সম্মান দিয়েছেন। তাকে আমি বলেছি পদত্যাগের বিষয়ে। উনি আমাকে জানাতে চেয়েছেন। তার আগে পদত্যাগ করে ওনাকে অসম্মান করতে চাই না।

সংবাদ সম্মেলেন অন্যদের মধ্যে জাপার মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: