ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ১৫ ডিসেম্বর

0000অনলাইন ডেস্ক :::

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর সময়ের আবেদন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আদালত তা নামঞ্জুর করে। 

এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিরও ধার্য তারিখ রয়েছে বৃহস্পতিবার। মামলাটিতে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে জেরার জন্য দিন ধার্য রয়েছে। 

দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।

অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।

পাঠকের মতামত: