ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ফরিদের মনোনয়ন বৈধ হওয়ায় বিনাপ্রতিদ্বদ্ধীতায় চেয়ারম্যান ঘোষানার পথে

কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,  সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান,  বর্তমান বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এড ফরিদুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতা ঘোষ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাচাই শেষে জেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

এ উপজেলায় আওয়ামী লীগের আহমেদ উল্লাহর সুযোগ্য ছেলে মোঃ আজিজুল হক সাগর প্রার্থীতা মনোনয়ন অবৈধ ঘোষাণা করা হয় এবং
এডভোকেট ফরিদুল ইসলামের মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় উক্ত পদে একমাত্র প্রার্থী হিসাবে এডভোকেট ফরিদুল ইসলাম আগামী ৮ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় অফিসিয়ালি নির্বাচিত ঘোষিত হবেন।

মনোনয়ন বৈধ ঘোষনার পর আলহাজ্ব এড ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। উপজেলার সবাই আমার পক্ষে মাঠে রয়েছেন। আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র বিজয় রুখতে পারবে না

পাঠকের মতামত: