ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে শুক্রবার (০৮ এপ্রিল) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তারা। জেলা  রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শুক্রবার  প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ নির্বাচনে দুই জন পুরুষ ভাইস চেয়ারম্যান  পদপ্রার্থীর মধ্যে – হুমায়ুন কবির হায়দার  (তালা), আকবর খান  (উড়োজাহাজ ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে- হাসিনা আক্তার বিউটি (কলসি)  এবং ছৈয়দ মেহেরুন নেছা (ফুটবল)  প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে ইতিমধ্যে অনেকেই প্রচার কাজ শুরু করেছেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণার পর আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সকাল ১১ টায় কুতুবদিয়ায় বড়ঘোপ ঘাটে পৌছলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ অানন্দে উদ্ভাসিত জনতা তাকে ফুলেল সংবর্ধনা জানিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা সদরের  নিয়ে আসে। এ সময় উপজেলার প্রধান প্রধান সড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত উঠিয়ে তাকে অভিনন্দন জানায়।

পাঠকের মতামত: