ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কাফনের কাপড় পাঠিয়ে তারানাকে হুমকি

tarana-halim_1নববর্ষের ‘গিফট বক্সে’ কাফনের কাপড় পাঠিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে।বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে বাসায় একটি প্যাকেট পাঠিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তারানা হালিম বাংলানিউজকে বলেন, ওই প্যাকেটে হুমকি দিয়ে লেখা ছিল, ‘এবার তোর পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও’।নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের নাম ব্যবহার করে ওই প্যাকেট পাঠানো হয় বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলানিউজ

পাঠকের মতামত: