ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ১৪১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার জেলার ৩ উপজেলার ২১ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ ১৪১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রয়েছেন সদরে ৩০ জন, উখিয়ায় ৩৬ এবং রামুতে ৭৫ জন। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৭ অক্টোবর) কক্সবাজার সদর উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ এবং সাধারণ সদস্য পদে ২২৬ জন মনোনয়ন দাখিল করেন। ওইদিন উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৭, সাধারণ সদস্য পদে ২৯৯ জন এবং রামু উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৫ জন, সংরক্ষতি মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪২৪ জন মনোনয়ন দাখিল করেন।

উখিয়ায় ৫ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৫ জন ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) এর প্রার্থী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রয়েছেন রাজাপালং নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ২ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৬২ জন। জালিয়া পালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৯জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন।

পালংখালী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৭১ জন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন।

তিনি বলেন, ‘মনোনয়নের শেষ দিন পর্যন্ত ৫ ইউনিয়নে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৫৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২১ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ২১ অক্টোবর, আপিল ২৪ অক্টোবর, প্রত্যাহার ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।’

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ১ জনসহ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, সাধারণ সদস্য ৩৭ জন।

চাকমারকুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা সদস্য ৭ এবং সাধারণ সদস্য ৩০ জন। কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা সদস্য ১১ এবং সাধারণ সদস্য ৪০ জন।

জোয়ারিয়ানালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১২ এবং সাধারণ সদস্য ৪৪ জন। খুনিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০, সংরক্ষিত মহিলা সদস্য ১৩ এবং সাধারণ সদস্য ৪৩ জন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৯, সংরক্ষিত মহিলা সদস্য ( ১,২,৩ নং ওয়ার্ড) ৯ এবং সাধারণ সদস্য (১-৯ নং ওয়ার্ড) ৪২ জন। ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭, সংরক্ষিত মহিলা সদস্য ৯ এবং সাধারণ সদস্য ৩৬ জন।

গর্জনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা সদস্য ১২ এবং সাধারণ সদস্য ৪৪ জন। কচ্ছপিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭, সংরক্ষিত মহিলা সদস্য ৮ এবং সাধারণ সদস্য ৩২ জন।

রাজারকুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১৩ এবং সাধারণ সদস্য ৩৭ জন। রশিদনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১১ এবং সাধারণ সদস্য ৩৯ জন।

উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে রামু উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮২৬। এরমধ্যে পুরুষ ৯১ হাজার ৭২১ এবং মহিলা ৮৩ হাজার ৪৪২।

পাঠকের মতামত: