ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপিকে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটির সদস্যবৃন্দ

mail.google.comািাএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারে সরকারি সফরে আসলে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাবু বীরেন সিকদার এমপিকে ফুলেল সংর্বধনা ও শুভেচ্ছা জানালেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী নতুন সভাপতি ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদী ও নির্বাচিত সদস্য তরুন ক্রীড়া সংগঠক এসএম আলমগীর হোছাইন সহ কমিটির সদস্যবৃন্দ। সংর্বধনার জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাবু বীরেন সিকদার এমপি বলেন, কক্সবাজার অঞ্চলকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে সরকার সব ধরণের উদ্যোগ নিয়েছেন। ক্রীড়া উন্নয়নে দক্ষ ও প্ররিশ্রমি সংগঠক হিসেবে নতুন কমিটিকে কাজ করতে হবে। তা হলেই জেলার প্রত্যন্ত জনপদে ক্রীড়া ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি হবে। ওইসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাবু বীরেন সিকদার এমপি কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদী ও কমিটির সদস্যবৃন্দকে আশ্বাস দেন কক্সবাজার জেলার ক্রীড়ার উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন। প্রয়োজন হলেই তার সাথে যোগাযোগ করতে উৎসাহ দেন ক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নব কমিটির কর্মকর্তাদেরকে। #

পাঠকের মতামত: