ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারের ফুলছড়িতে অবৈধ বসতঘর গুড়িয়ে দিয়েছে বন বিভাগ

swwwwসেলিম উদ্দিন, ঈদগাঁও :::

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্চ ও ফুলছড়ি বনবিট এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ বসত ঘর গুড়িয়ে দিয়েছে স্থানীয় বন বিভাগ। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯ টায় থমতলা এলাকায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে ২০০৪-০৫ সনের ৩ নং সামাজিক বনায়ন দখল করে স্থানীয় ভূমিদস্যু আবদু শুক্কুর, জাহাঙ্গীর, আকবর, ও নুরুর নেতৃত্বে বেশক‘টি ঘর নির্মাণ করা হয়। বিষয়টি সামাজিক বাগানের উপকারভোগীরা লিখিত আকারে বন বিভাগকে অবহিত করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও ফুলছড়ি বিট কর্মকর্তার সহায়তায় মঙ্গলবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় ফুলছড়ি বনবিটের বন প্রহরী, হেডম্যান, ভিলেজার ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মুকাম্মেল কবির জানান, পর্যাক্রমে আরো উচ্ছেদ অভিযান চালানো হবে এবং অবৈধ বসতঘর নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: