ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

একদিনে রেকর্ড ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২৩

নিউজ ডেস্ক ::  দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৩০১টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৮২ টি।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত: