উন্নত প্রশাসন ও সামাজিক সংশ্লিষ্টতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে সাতদিনের সরকারি সফরে চীন গেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ। গতকাল রোববার (১৫ মে) দুপুর দুইটায় রাজধানী ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সরকারের ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে তিনি একটি বিমান যোগে চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোতাহের হোসেন এমপি। সরকারি এ সফরে পাঁচজন সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের পাঁচজন উধর্বতন কর্মকর্তা রয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছের ব্যক্তিগত সহকারি মো.নাজিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী ২১ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। ওইসময় তাঁরা সেই দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে উন্নত প্রশাসন ও সামাজিক সংশ্লিষ্টতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেবেন। এদিকে সময়ের সল্পলতার কারনে হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি নির্বাচনী এলাকার জনগন ও শুভানুধায়ী এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করতে না পারায় গভীরভাবে দু:খ প্রকাশ করেছেন। একই সাথে তিনি সরকারি এ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরে আসতে চকরিয়া-পেকুয়াবাসি ও দলীয় নেতাকর্মী এবং শুভানুধায়ী সকলের কাছে দোয়া কামনা করেছেন। #
পাঠকের মতামত: