উখিয়া প্রতিনিধি :::
উখিয়া উপজেলা তাঁতীলীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় উখিয়া টেকনাফের সাবেক এমপি ও বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আলী বলেছেন,উখিয়া টেকনাফের জনগন বর্তমান এমপি বদিকে আর চায়না। বিগত ১০ বছরে এমপি বদি দলে বিবেদ সৃষ্টি করে রেখেছেন। উখিয়া টেকনাফে আওয়ামীলীগের বাইরে গিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ”বদি লীগ” সৃষ্টি করেছেন। তাই বদি মাইনাস হউক এটা উখিয়া টেকনাফের আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবী,আমাদের দাবী।
এমপি বদি এলাকার ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করেছেন দাবী করে অধ্যাপক মোঃ আলী আরো বলেন,এলাকায় ইয়াবার বিস্তার ঘটিয়ে এমপি বদি কথায় কথায় বলেন,তিনি নাকি টেকনাফের ৩০০ লোককে কোটিপতি করে দিয়েছেন,কিভাবে তাদের কোটিপতি করেছেন তা আমরা জানি। ইয়াবার বিস্তার ঘটিয়ে তারা কোটিপতি হয়েছেন এটা কারো অজানা নয়। তাই দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী থাকবে আপনি বদি ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দেন। আমরা ঐক্যবন্ধভাবে কাজ করে তাকে জিতিয়ে আনবো। এলাকায় বদি ছাড়াও তাঁতীলীগের কেন্দ্রীয় নেত্রী সাধনা দাশ গুপ্তা,উখিয়া উপজেলা আওয়ামীলীগের জাহাঙ্গীর কবির চৌধুরীর মতো যোগ্য প্রার্থী আছে। অন্য প্রার্থীও আছে। দলের জন্য নিবেদিত নেতা যারা আছেন তাদের থেকে কাউকে মনোনয়ন দেওয়া হউক। শুধু বদি মাইনাস,অন্য কেউ নৌকা পেলেই আমাদের মান ইজ্জত রক্ষা পাবে।
তিনি আরো বলেন,এমপি বদির উপদেষ্টা হচ্ছে বিএনপির লোকজন। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম হচ্ছেন তার রাজনৈতিক উপদেষ্টা। তাদের কথা ছাড়া এমপি বদি চলেননা। এমপি বদি উখিয়া টেকনাফে আওয়ামীলীগ চেনেনা। সে এখানে তৃণমুলের নেতাকর্মী চেনেনা। সে ছাত্রলীগ চেনেনা,সে যুবলীগ চেনেনা। সংগঠন করতে হলে এগুলো চিনতে হবে। আসলে আওয়ামীলীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই। এমপি বদির পিতা ছিলেন বিএনপি লোক,বদি ছিলেন ছাত্রদল নেতা। তাই আওয়ামীলীগের প্রতি তাদের দরদ নেই।
সভায় প্রধান বক্তার বক্তব্যে তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ,শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই আগামীতে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। উখিয়া টেকনাফে শেখ হাসিনা যার হাতে নৌকা দেবেন তার পক্ষেই ঐক্যবন্ধ হয়ে আমাদের কাজ করতে হবে আমাদের।
বরিবার দুপুরে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা তাঁতীলীগ সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা,দোয়া ও গণভোজ অনুষ্টানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম,কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি আরিফউল মওলা, সাধারন সম্পাদক হারুনুর রশিদ, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগ আহবায়ক জাফর আলম চৌধুরী,উখিয়া উপজেলা তাঁতীলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দন, সাবেক সভাপতি কাজী জাফর আলম ভুলু, সাবেক যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন,
সভা শেষে দোয়া পরিচালনা করেন জালিয়া পালং ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আব্দুল আমিন।
সভাটি সঞ্চলনা করেন সাবেক ছাত্রনেতা আনিসুল ইসলাম।
পাঠকের মতামত: