ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ইনানীতে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত – ৩

zzzzzআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

উখিয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তিন আরোহী। বৃহস্পতিবার বিকাল ৩ টায় জালিয়া পালং ইউনিয়নের মাদার বুনিয়ার গ্রামীণ সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলীয় এলাকা মনখালী থেকে ইনানী আসার পথে বর্ণিত এলাকায় পৌঁছলে  দ্রুতগামী গাড়ীটির নিয়ন্ত্রন হারিয়ে চালক। ফলে রাস্তার পার্শ্বস্হ গাছে ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি উল্টে যায় ও আরোহীরা নীচে চাপা পড়ে। দূর্ঘটনার পর স্হানীয়রা এগিয়ে এসে অাহতদের উদ্ধার করে ইনানী উপ স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে মোঃ নাছির নামে  একজনের নাম পাওয়া গেছে। সে চারা বটতলী গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

পাঠকের মতামত: