ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আলীকদমে মদ ও ইয়াবাসহ আটক ২

আলীকদম প্রতিনিধি ::

বান্দরবানের আলীকদমে পৃথক অভিযানে মদ ও ইয়াবসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার পুলিশ উপজেলার নয়াপাড়া থেকে ২০ পিস ইয়াবাসহ এহেসানুল হক (২৫) নামে একজন আটক করে। সে নয়াপাড়ার শামসু উদ্দীনের পুত্র। আলীকদম জোনের জোন এনসিও আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনী মাতামুহুরী ব্রীজের ওপর থেকে মদসহ রুপন দে (৩৫) কে আটক করেন। সে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ফকির হাটখোলা নাপিত পাড়ার মৃত ননি কান্তি দে’র পুত্র। পরে আটক ব্যক্তি ও ৩১ বোতল মদসহ থানার সেকেন্ড অফিসার এসআই আজমগীরের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই আজমগীর বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

পাঠকের মতামত: