ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আলীকদমে বাল্য বিয়ে থামিয়ে দিল থানা পুলিশ

আলীকদম প্রতিনিধি :::
আলীকদম থানা পুলিশ ও বেসরকারী সংস্থা গ্রীন হিল কর্মীদের হস্তক্ষেপে বন্ধ হয়েছে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে। সোমবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিয়ের পাত্রী রেশমি জান্নাত খুকী চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনী ছাত্রি।
জানা যায়, আলীকদমে রেপারপাড়া বাসিন্দা মো. খলিম উল্লাহর মেয়ে রেশমি জান্নাত খুকীর (১৫) সাথে পাশ্ববর্তী শিবাতলী এলাকার বাসিন্দা মো. স্কেন্দার আলীর ছেলে মো. শাহাদাত হোসেন (২০) এর বিয়ের আয়োজন করে অভিভাবকরা। পাত্র ও পাত্রী উভয় বিবাহের অপ্রাপ্ত বয়সের কারণে গ্রীন হিল সংস্থার কর্মীরা বিয়ের আয়োজনের ঘটনা জানতে পেরে আলীকদম থানাকে অবগত করেন। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
বাল্য বিয়ে বন্ধের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

পাঠকের মতামত: