ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আলীকদমে ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এর সৌজন্যে আলীকদম উপজেলা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিমের সভাপতিত্বে রবিবার (১০ জুন) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, মো. নাছির উদ্দিন চেয়ারম্যান, কামরুল হাসান টিপু, সমরঞ্জন বড়–য়া, এম. কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শুভরঞ্জন বড়–য়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন।

ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন। এরপর পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এর শারিরীক সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: