ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

নির্বাচনে ‘অনিয়ম হলেই ভোট বন্ধ’

নিউজ ডেস্ক ::

সব দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করেছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, কোনো অনিয়ম হলে কর্মকর্তাদের জবাবদিহীতার আওতায় আনা হবে।

শনিবার বিকেলে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। আমরা মনে করি উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো রকম অনিয়ম লক্ষ্য করা যায় তাহলে সেই কেন্দ্রের ভোট তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে কমিশন সকলকে কড়া নির্দেশ দিয়েছে।’

পাঠকের মতামত: