প্রকাশ:
২০২৪-০৮-২৩ ২১:৩২:৫২
আপডেট:২০২৪-০৮-২৩ ২১:৩২:৫২
মাতামুহুরী নদীর তীর এলাকা উপজেলার সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, সাতদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে লামা আলীকদমের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মাতামুহুরী নদীতে ফুলে ফেঁপে উঠেছে। যদি উজানে আবারও ভারী বৃষ্টিপাত হয়, তাহলে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে।
তাঁরা বলেন, মাতামুহুরী নদীর পানি সহজে নীচে নেমে যেতে হলে উপজেলার উপকূলীয় অঞ্চলের পানি নিস্কাসনের স্লুইসগেট সমুহের জলকপাট খুলে দিতে হবে। নইলে পুরো চকরিয়া উপজেলার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে চিংড়িজোনের হাজারো মৎস্য ঘের, কৃষকের ফসলি জমি ও রাস্তাঘাট এবং জনগণের বিভিন্ন ধরনের সম্পদ।
জানা গেছে, টানা সাতদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার বেশিরভাগ নীচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে বিভিন্ন গ্রামীণ সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সড়কগুলোতে খানা খন্দেক দেখা দিয়েছে। এতে জনগণের স্বাভাবিক চলাচল ব্যহৃত হচ্ছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার বদরখালী জোনের সহকারী সহকারী প্রকৌশলী (এসও) জামাল মোর্শেদ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের বেড়ে যাচ্ছে। এ অবস্থায় চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা, পুরুত্যাখালী বাজার, বাংলা বাজার, বিএমচর ইউনিয়নের কন্যারকুম, ফাসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার বেড়িবাঁধ ভেঙে যাবার উপক্রম হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধ সমুহ অনেকটা ঝুঁকিমুক্ত রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, চলমান ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলায় নদী ভাঙ্গন এবং নিম্নাঞ্চল প্লাবিত হবার আশংকা রয়েছে। তাই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন নিশ্চিত করতে ইতোমধ্যে উপজেলার স্লুইস গেইট সমূহের জলকপাট খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীরে এবং নিম্নাঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে সর্তক করা হচ্ছে।
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
পাঠকের মতামত: