ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

‎কক্সবাজার প্রেস ক্লাবকে সংষ্কারের দাবিতে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :. কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের এক সভা সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

‎প্রেসক্লাবকে সংস্কার ও ফ্যাসিস্ট মুক্ত করতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার শহরের এক অভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সময়ের সুবিধাভোগী কয়েকজন মিলে রাতের অন্ধকারে হঠাৎ একটি কমিটি ঘোষণা করে কক্সবাজার প্রেসক্লাবের চেয়ারে বসে যায় বর্তমান নেতৃত্ব। তাঁরা বৈষম্যের শিকার সাংবাদিকদের দ্রুত সদস্য পদ দেয়া হবে বলে আশ্বস্ত করলেও অদ্যাবধি সদস্যপদ দিতে নানা টালবাহানা করে যাচ্ছেন এবং সর্বোপরি অস্বীকার করছেন।

‎কক্সবাজার প্রেস ক্লাবের বর্তমান স্বঘোষিত কথিত কয়েকজন নেতা এই ক্লাবকে নিজেদের পকেটস্থ করার জন্য স্বৈরতান্ত্রিক কায়দায় চাচা-ভাতিজার পারিবারিক ক্লাবে পরিণত করছে। সভাপতির পরিবারের অর্ধ শিক্ষিত চাকরবাকরদের সদস্য পদ দিলেও অনেক কর্মরত সদস্যদের সদস্যপদ দিচ্ছেনা।

‎আন্দোলনকে সফল করতে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে স্বঘোষিত কথিত নেতাদের বয়কটের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগোযোগ। বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচী ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ।

‎সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের সঞ্চালনায় সভায়

‎উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য মুহম্মদ নূরুল ইসলাম, দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন, কবি রুহুল কাদের বাবুল এবং বৈষম্যের শিকার সাংবাদিক যথাক্রমে দৈনিক হিমছড়ির নির্বাহী সম্পাদক হুমায়ূন কবির সিকদার, বাসস ও সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক আমাদের কক্সবাজারের বার্তা সম্পাদক সরওয়ার সাঈদ, দৈনিক মানবকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি ইসলাম মাহমুদ, আনন্দ বাজার পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক এই বাংলার কক্সবাজার প্রতিনিধি মােহাম্মদ উর রহমান মাসুদ,‎দৈনিক সোনালী বার্তার কক্সবাজার প্রতিনিধি নুরুল হক চকোরী, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান,দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক নয়া দিগন্তের সদর প্রতিনিধি আতিকুর রহমান মানিক, প্রতিদিনের সংবাদের কক্সবাজার প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ, এশিয়া টিভির কক্সবাজার প্রতিনিধি এস কে সেলিম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক আমার সংবাদের কক্সবাজার প্রতিনিধি আবদুল হালিম, দৈনিক বাণিজ্য প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি কামরুল হাসান মিনার ও তারেক হায়দার।

পাঠকের মতামত: