ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

জেলায় ডা:শফিকুর রহমানের আগমন ও সম্মেলন সফল করতে চকরিয়া জামায়াতের প্রস্তুতি সভা

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

সভায় প্রধান অতিথি, কর্মী সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম যেন নির্বিঘ্ন ও সুশৃংখলভাবে হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সম্মেলন সফল আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।

পাঠকের মতামত: