এম জিয়াবুল হক, চকরিয়া ::. কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্যহাতির আক্রমণে আবু বক্কর ছিদ্দিক (৬৫) নামের এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক সংরক্ষিত বনের ভেতরে ঘটেছে এ ঘটনা। এসময় মো. ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়।
নিহত আবু ছিদ্দিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস ওই এলাকার আবুল হোছেনের ছেলে।হাতির আক্রমণে একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালে শ্রমিকেরা সংরক্ষিত বনাঞ্চলের বাগান পরিস্কার করতে যায়। সাথে বিটের কয়েকজন ফরেস্ট গার্ডও ছিল। কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরছিলেন।
ওইসময় বনের ভেতর পথিমধ্যে নরফাঁড়ি নামক এলাকায় পৌঁছলে হঠাৎ বনের ভিতরে ওৎপেতে থাকা একটি বন্যহাতি প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছড়ে মেরে আহত করে।
পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করে মৃত্যু নিম্চিত করে। পরে সাথে থাকা ফরেস্ট গার্ডরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় ফুলছড়ি রেঞ্জের এসিএফ (সহকারী বনসংরক্ষক) রাশিক আহসান, বনবিট কর্মকর্তা ফজল কাদের চৌধুরী, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, নাপিতখালী বিট কর্মকর্তা মনছুর আহমদ ও হেডম্যান আবদু শুক্কুর উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (ফুলছড়ি রেঞ্জের এসিএফ) রাশিক আহসান বলেন, হাতির আক্রমণে একজন নিহত এবং একজন আহত হয়েছে। নিয়মানুযায়ী নিহত এবং আহতের পরিবার আবেদন করলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপুরণ পেতে বনবিভাগ সহায়তা করবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভুইয়া বলেন, হাতির পায়ে পৃষ্ট হয়ে নিহত আবু বক্কর ছিদ্দিকের মরদেহ সুরতহালের পর তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পাঠকের মতামত: