ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি’

এরশাদনিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, “দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে। তবে পরিস্থিতি সামাল দিতে কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নাই।”
বৃহস্পতিবার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা তিনি।
এরশাদ বলেন, “দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠানের কারণে সংঘাত গ্রাম পর্যায়ে চলে গেছে। স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচনে অতীতে এতো বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেনি।”

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আগামী ১৪ মে জাতীয় পার্টির ৮ম জাতীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার জন্য জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ও নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ্ব সাহিদুর রহমান ট্যাপা, অধ্যাপিকা মাসুদা এম. রশীদ চৌধুরী, ফখরুল ইমাম এমপি, নূর-ই- হাসনা লিলি চৌধূরী এমপি, এস.এম. আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন,এ্যাড, মহাসিন রশীদ, তাজুল ইসলাম চৌধুরী এমপি প্রমুখ।

পাঠকের মতামত: