ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

মাতামুহুরী নদীর পানি বিপদ সীমা পেরিয়েছে !

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
সোমবার ও মঙ্গলবার দুই দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি মাতামুহুরী নদীর পানি আজ ২৮ জুলাই বুধবার সকাল থেকে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুইকূল উপচিয়ে গ্রামীন এলাকায় প্রবল স্রোতে প্রবেশ করতে শুরু করেছে ঢলের পানি। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টানা বৃষ্টির কারনে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

এই রিপোর্ট লেখার সময় বুদবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর পানি ১৫-২০টি গ্রামে পানি প্রবেশ করছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এভাবে টানা বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি পানি নেমে আসায় মধ্যরাতের পর গ্রামীন সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ শতাধিক গ্রামের শতশত পরিবার। বিস্তারিত আসছে…..

পাঠকের মতামত: