ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে দুর্বৃত্তদের চাঁদা দাবি

এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জুলাই) বিকালে এই (০১৭১৫-১৪৭২৫৬) মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল জানান, সোমবার বিকেলে একটি গ্রামীণ নাম্বার থেকে নিজেকে চকরিয়ার ইউএনও পরিচয় দিয়ে সরকারি বরাদ্দ এনে দেয়ার কথা বলে টাকা দাবি করেন। তখন বিষয়টি আমার সন্দেহ হয়। সাথে সাথে বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই।

পরে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মোবাইল নাম্বার ক্লোন হওয়ার কথা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করার পর আমার নাম দিয়ে কিছু দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবী করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবী করলে আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, এ ব্যাপারটি ইতোমধ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করার প্রস্ততি চলছে বলে জানান তিনি।##

পাঠকের মতামত: