ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

ত্রাণনয় টেকসই বেড়ীবাঁধ চাই স্থানীয়রা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী-পোকখালীবাসীর সম্পদসহ জীবন রক্ষাকল্পে টেকসই বেড়ীবাঁধ নির্মানের দাবী। ঘূর্ণিঝড় ইয়াস আর জোয়ারের পানিতে সহায় সম্পদ নষ্ট হয়ে যায়। ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়ীবাঁধ ভেঙে পোকখালী- গোমাতলীর বিভিন্ন স্থানের মানুষরা জোয়ার-ভাটার মধ্যে বসবাস করছে। অন্যদিকেই চৌফলদন্ডীর বিভিন্ন ওয়ার্ড়ে বাঁধ ভেঙ্গে বিস্তুণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। চরম আতংকে দিনাতিপাত করছে। টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘুর্ণিঝড়ে পানিবন্দি এলাকার মানুষরা ত্রান নয়, জীবন রক্ষাকারী বেড়ীবাঁধ চাই। আসন্ন বর্ষার পূর্বে বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে সরকিছু হারাতে হচ্ছে তাদের। মজবুত ও টেকসইয়ের ভিত্তিতে দুই ইউনিয়নে বেড়ীবাঁধ দিয়ে জানমাল সহ সহায় সম্পদ রক্ষা করা হউক।চৌফলদন্ডীর মেম্বার জয়নাল জানান, ঘুর্ণিঝড় ইয়াসে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়।

শক্তভাবে বাঁধ নির্মান করা হউক।২৭ মে দুপুরে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী,এসডিও তাজুল ইসলাম, এসও নারায়ন চন্দ্র নাথ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদের মতে, ইয়াসে বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গা মেরামতও করা হয়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষরা পানির মধ্যে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে ছোট ছোট প্রজেক্ট নিয়ে বাঁধগুলো সুউচ্চ করে নির্মাণের দাবী।

পাঠকের মতামত: