ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়ার রামপুর সড়কে যেন এখনো বর্ষা: মানুষের দূর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: চকরিয়া উপজেলার সাহারবিল রামপুর ষ্টেশনের সুইচগেইট সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় লোকজনের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের বসত ভিটার ব্যবহারের পানি চলাচল সড়কে চলে আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে এ সড়কে সৃষ্টি হয়েছে বন্যা।

স্থানীয় লোকজন জানায়, ইউনিয়নের রামপুর ষ্টেশনের সুইচগেইট সড়কের স্থানীয় লোকদের এক মাত্র চলাচলের রাস্তা ওই সড়ক। এ সড়কের রামপুর ষ্টেশনের মাথায় স্থানীয় সাবেক এক চেয়ারম্যান মার্কেট করার কারণে অপর পাশের বেশ কয়েকটি বাড়ির ময়লা আবর্জনার পানি গুলো সড়কে এসে বন্যায় পরিনত হয়েছে।

এছাড়া ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত বালির গাড়ি চলাচলের কারণে সড়ক যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

স্থানীয় লোকজন দিনের বেলায় চেয়ারম্যানের মার্কেটের ভিতর পথ ব্যবহার করলে ও সকাল কিংবা রাতে কাঁদা রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। ফলে ওই সড়ক থেকে এখনো বন্যা কমেনি।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মহসীন বাবুলের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান,তিনি জানান বিষয়টি দ্রুত মেরামত করার জন্য প্রশাসনের কাছে বরাদ্দ চেয়েছেন। বরাদ্দ ফেলে ওই এলাকার কাজটি দ্রুত সমধান করা হবে। স্থানীয় লোকজন এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

পাঠকের মতামত: