ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

‘স্বর্ণ বেচা’র টোপ ফেলে টাকা হাতিয়ে নেয় তারা

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই প্রতারক হল মো. শফিউল আজিম (৩৮) ও মো. ইউনুস (৪০)। এদের মধ্যে শফিউল আজিম বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে এবং ইউনুস রাঙ্গুনিয়ার মলারহাটের হাবিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুইজনকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, তারা রোগীর স্বজনদের স্বর্ণ বিক্রির কথা বলে কৌশলে এক ধরনের পাথর দিয়ে টাকা হাতিয়ে নিতো।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যরা ফাঁদ পেতে মেডিকেলের পূর্ব গেট থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: