ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চকরিয়া মেধাকচ্ছ‌পিয়া ন্যাশনাল পার্কে দখলের হিড়িক, অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছ‌পিয়া ন্যাশনাল পা‌র্কের অভিযান চালিয়ে বনকর্মীরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। রোরবার দুপুরে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার নেতৃত্বে বনকর্মীরা কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছ‌ড়ি রে‌ঞ্জের অধীন মেধাকচ্ছ‌পিয়া বি‌টের ন্যাশনাল পা‌র্কের নার্সারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বনের জমি উদ্ধারের এই অ‌ভিযা‌নে ফুলছ‌ড়ি রে‌ঞ্জের স্টাফগণ অংশগ্রহণ ক‌রেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকা‌রিয়া বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু, দখলবাজ প্রকৃতি লোক বনভূমি দখল করে যাচ্ছে। এ অবস্থার কারণে দিনকে দিন সরকারি বনাঞ্চল বেহাত হচ্ছে। একইভাবে সম্প্রতিসময়ে মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক এলাকার নার্সারীর জায়গা দখলে নিয়ে একটি চক্র অবৈধ বসতি নির্মাণ করে। সর্বশেষ রোববার সেখানে অভিযান চালিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও জড়িত দখলবাজদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। ##

 

পাঠকের মতামত: