ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ অক্টোবর সকালে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই মাসিক পর্যালোচনা সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা, সংকট ও অনুভুতির কথা তুলে ধরেন। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তাদের সকলের কথা দীর্ঘক্ষন ধৈর্য সহকারে শোনেন এবং বেশ কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন। এছাড়া জেলা পুলিশ এর আরো কিছু সমস্যা ও সংকট পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এসপি মোঃ হাসানুজ্জামান।

মাসিক কল্যাণ সভার পর একইদিন কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা ২টিতে এসপি (ইন সার্ভিস) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. শাকিল আহমদ, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) কাজী শাহাবুদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) বৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে মোঃ হাসানুজ্জামান (পিপিএম) কক্সবাজারে যোগদানের পর জেলা পুলিশের এই প্রথম মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো।

পাঠকের মতামত: