ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

মাতামুহুরীর ভাঙ্গনরোধে চকরিয়া পৌরসভার আব্দুল বারিপাড়া পয়েন্টে বসানো হচ্ছে ৫ হাজার জিওব্যাগ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ডের অগ্রাধিকার প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল বারিপাড়া পয়েন্টে নদীর তীরে বসানো হচ্ছে সাড়ে ৫ হাজার জিওব্যাগ। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর বিশেষ আবেদনে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সুপারিশক্রমে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড অগ্রাধিকার প্রকল্পের আওতায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল বারিপাড়া পয়েন্টের ভাঙ্গন প্রতিরোধে শুক্রবার থেকে নির্মাণ কাজটি শুরু করেছেন। প্রকল্প এলাকায় উপস্থিত হয়ে তকাল ২৪ জুলাই বিকালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, স্থানীয় কাউন্সিলর মকছুদুল হক মধু, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এমরান, সৈয়দ আকবর ছাড়াও এলাকাবাসি।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া শাখা কর্মকর্তা (এসও) মো.শাহ আরমান সালমান বলেন, বেশ কয়েকবছর যাবত মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল বারিপাড়া পয়েন্টে বিপুল বসতি ও সড়ক নদীতে বিলীন হয়ে পড়েছে। প্রতিবছর বর্ষাকালে নদীতে পাহাড়ি ঢল নামলে ওই পয়েন্টে ভাঙ্গনের তীব্রতা বাড়ে। অবশ্য বিগত সময়ে পাউবো সেখানে বেশ ক’বার স্পার স্থাপন ও বালু ভর্তি বস্তা ডাম্পিং করলেও বেশিদিন তা স্থায়ী হচ্ছেনা।

তিনি বলেন, বারবার ভাঙ্গনের তাণ্ডব চলতে থাকায় সর্বশেষ চলতিবছর চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী মাতামুহুরী নদীর আবদুলবারী পাড়া পয়েন্টে টেকসই প্রকল্প গ্রহনে পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে আবেদন করেন। ওই আবেদনে স্থানীয় সাংসদ আলহাজ জাফর আলমের সুপারিশক্রমে পাউবো ভাঙ্গন এলাকায় সাড়ে জিওব্যাগ এবং ছয়টি জিও টিউব বসাতে উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে শুক্রবার প্রকল্প এলাকায় উপস্থিত হয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ জাফর আলম। #

পাঠকের মতামত: