ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

জালালাবাদে অসহায় মানুষের মাঝে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::   জালালাবাদে ঘরবন্দি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান করা হয়। করোনার ভয়ে কমছে সাধারণ চিকিৎসা সেবা। নানান রোগে ভোগা লোকজনের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ হাসপাতালটি গ্রামীন জনপদে হাজির।

ডাক্তারের কাছে রোগী নয় বরং রোগীর কাছেই ডাক্তার এই স্লোগানে করোনা দুর্যোগে চিকিৎসা সেবা নিশ্চিতে ২২শে জুলাই সকাল সাড়ে ১০টা থেকে জালালাবাদের মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় সাধারন মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।

দেখা যায়, একটি বিশেষায়িত গাড়িকে মিনি হাসপাতাল হিসেবে সাজানো হয়েছে। সেখানে রয়েছে চিকিৎসার সরঞ্জাম। ভ্রাম্যমাণ হাসপাতালটি প্রত্যান্ত গ্রামাঞ্জলে ঘুরে ঘুরে সব ধরণের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শুধু সেবা নয়,যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।ভ্রাম্যমান হাসপাতাল আসার খবরে সাধারন মানুষ নির্ধারিত স্থানেই স্বত:স্ফূর্তভাবে সাড়া দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘলাইন যেন চোখে পড়ার মত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা তার ছেলে কে ডাক্তার দেখাতে এসে বিনামূল্যে ঔষুদ পেয়ে খুশিতে উৎফুল্ল হওয়ার পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করেন ভ্রাম্যমান হাসপাতালের উদ্যোক্তা দের প্রতি।

 

পাঠকের মতামত: