ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় করোনা উপসর্গ নিয়ে কাঠ ব্যবসায়ী মুজিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন শেখ মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি।

সোমবার (৮জুন) রাত পৌনে ১১টার তিনি মারা যান (ইন্নালিল্লাহি — রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জনতা মার্কেট পাড়া মৃত কবির আহমদ সওদাগরের ছেলে। তাদের স্থায়ী বাড়ি পূর্ব বড় ভেওলা হলেও তারা স্ব পরিবারে দীর্ঘ  কয়েক যুগ ধরে হালকাকারা ২নং ওয়ার্ডের জনতা পাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল।

জানা গেছে, শেখ মুজিবুর রহমান পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন। এর মধ্যে অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।

উপসর্গ থাকলেও তিনি করোনার পরীক্ষার জন্য নমুনা দেননি। তবুও তিনি করোনা আক্রান্ত ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।

আজ মঙ্গলবার (৯জুন) সকল ১০টায় পূর্ব বড় ভেওলা শামশুমিয়ার বাজার মাঠে মুজিবুর রহমানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত: