ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

আলীকদমে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ৮মে (শনিবার) আলীকদম উপজেলার দুইটি ইউনিয়নে ২৫ জন প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ভলান্টিয়ার মো: শামশুল হক জানান, করোনাভাইরাসের কারণে আলীকদমে লকডাউন চলছে। এ কারণে অন্যান্য দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় প্রতিবন্ধীরা অসহায় দিনযাপন করছে। এ অবস্থায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৫০০ গ্রাম লবণ ও ২টি সাবান।

বাংলাদেশ বিসনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর নির্বাহী পরিচালক মুরতেজা রাফি খান বলেন, বিবিডিএন প্রতিবন্ধীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাবজনিত কারণে প্রতিবন্ধিরা দুর্দশাগ্রস্ত। বিবিডিএন এর সহযোগী অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেনশ স্থানীয় প্রতিবন্ধীদেরকে খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছে।

অ্যাকসেস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা জানান, করোনাভাইরাসের কারণে সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে। এদের জন্য প্রয়োজন পর্যাপ্ত খাদ্য সহায়তা। বিবিডিএন এর সহযোগিতায় প্রতিবন্ধীরা খাদ্য সহায়তা পাচ্ছে।

পাঠকের মতামত: