ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বিদায়ী ইউএনও’র কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন নতুন ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার নবাগত ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। রোববার ১৯ এপ্রিল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদ্য বদলি হওয়া ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন করেছেন নতুন ইউএনও সামসুল তাবরীজ।

করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বর্তমানে চকরিয়া উপজেলার সর্বত্রে লকডাউন কার্যক্রম চলছে। এরই জেরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে এ দায়িত্বভার অপর্ন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথমে বিদায়ী ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমাকে চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর নবাগত ইউএনও সৈয়দ সামসুল তাবরীজকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদায়ী ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, নবাগত ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। #

পাঠকের মতামত: