ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে মসজিদে মসজিদে সাবান দিল দুই সংবাদকর্মী  

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতাবৃদ্বি সহ মসজিদে সাবান দিল ঈদগাঁওর দুই সংবাদকর্মী। ২৮শে মার্চ বিকেলে সদরের বৃহত্তর ঈদগাঁওর কলম সৈনিকদের সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর ও সাবেক সভাপতি মফিজুল ইসলাম মফির উদ্যােগে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লীরা হাত পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষে সাবান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:রেজাউল করিম,চকরিয়া বদরখালী ডিগ্রী কলেজের প্রভাষক জাহেদুল ইসলাম,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রশিদ এবং ব্যবসায়ী আনোয়ারসহ আরো অনেকে। একাত্বতা পোষন করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাক।

উল্লেখ্য যে, গত ২৪ মার্চ থেকে ঈদগাঁও বাজার, স্টেশনসহ বৃহত্তর এলাকার উপবাজার সমুহে লকডাউন ঘোষনা করা হয়।

পাঠকের মতামত: