ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বদরখালীতে আগুনে পুড়েছে দুইটি বসতঘর: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে বৈদ্যুৎতিক শর্ট-সার্কিটের আগুনে দুইটি পরিবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ইউনিয়নের আমিরখালী পাড়া গ্রামে নাদের হোছাইনের ছেলে রমিজ উদ্দিন ও আব্দুল করিমের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার।

গৃহকর্তা রমিজ উদ্দিন জানান, তাদের বাড়িতে আগে থেকে রক্ষিত ছিল বিভিন্ন ব্যাংকের ৩টি চেক বই, দুইটি ইউনিয়ন ব্যাংকের চেক বই, পাঁচটি ভোটার আইডি কার্ড, একটি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, জায়গা-জমির মূল দলিল , ব্যবসায়ীক কাগজপত্র ও রামপুর মৌজার প্লটের মূল কাগজপত্র। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি বাড়ির সবই পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবরপেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। ওইসময় ইউএনও তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প থেকে দুটি নতুন বসতঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দেন স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশরকে।

ইউএনও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরির্দশনকালে এসময় উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্টো সিকদার, সাবেক এম ইউ পি আহমদ উল্লাহ, হাবিবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সিরাজুল করিম। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরে হোছাইন আরিফ ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্টো সিকদার নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

আক্রান্ত পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে আগুন লাগার সময় পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই কারণে তাৎক্ষনিক বাড়ী থেকে কোন প্রকার মালামাল বাাহির করতে পারেনি দুইটি পরিবার।

অপরদিকে ঘটনাস্থলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে নতুন বসতঘর দেয়ার প্রতিশ্রুতি শুনে আক্রান্ত বাড়ি মালিক ও এলাকার সর্বস্তরের জনসাধারণ সরকারের প্রসংশা করনে। ইউএনওকে ধন্যবাদ জানান। #

পাঠকের মতামত: