ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

পেকুয়ায় অফিসে ফিরলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় অফিসে ফিরলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ ডিসেম্বর) কারামুক্ত উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম দুপুরে আনুষ্টানিক উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন। এ সময় বিপুল দর্শনার্থী, শুভাকাংখী ও রাজনৈতিক অঙ্গনের পেকুয়ার নেতা-কর্মীরা তাকে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে যান। চৌমুহনী কলেজ গেইট নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ লোকজনসহ সড়ক প্রদক্ষিন করে কারামুক্ত ওই নেতা তার কার্যালয়ে পৌছান। সর্বস্তরের পেকুয়াবাসী তাকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেছেন। এমনকি উপজেলা পরিষদ চত্বরে তার আগমনকে ঘিরে মিষ্টিমুখ করানো হয়েছে। সুত্র জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলম পেকুয়া থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নাগরিক কমিটির ব্যানারে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শপথ নিয়েছিলেন। তবে দাপ্তরিক কাজের কয়েক দিনের মধ্যে তাকে জেলে যেতে হয়েছিল। একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে নিন্ম আদালত সাজা দিয়েছিলেন। দীর্ঘ কয়েকমাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। তার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদবীটিও খারিজ হয়ে গিয়েছিল। উচ্চ আদালতে ওই আদেশের বিরুদ্ধেও জাহাঙ্গীর আলম রিট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালতের আদেশে তিনি চেয়ারম্যান পদটি আবারও ফিরিয়ে পেয়েছেন। আইনী জটিলতা মোকাবেলা করে জাহাঙ্গীর আলম অবশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ ফিরিয়ে পেয়েছেন। ওই দিন দুপুরে দীর্ঘ সাড়ে ৭ মাস পর জাহাঙ্গীর আলম আবারও চেয়ারম্যান পদে বহাল হয়েছেন। তার অনুপস্থিতিতে পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের এ পদটি উম্মে কুলসুম মিনুর অনুকুলে চলে যায়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (নারী) উম্মে কুলসুম মিনু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ওই দিন জাহাঙ্গীর আলমকে বরণ করতে ক্ষমতাসীন দল আ’লীগ এর অঙ্গ সহযোগী সংগঠন ব্যবসায়ী মহল ও পেকুয়ার সর্বস্তরের বিপুল মানুষ উপজেলা পরিষদে জড়ো হয়েছিলেন।

পাঠকের মতামত: