ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

শহীদ বুদ্ধিজীবি দিবস পালণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি পালিত হয়েছে। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় আলোচনা সভা ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি মো.তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার ও চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী।

এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: