ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে মহাসড়কের পাশে মুরগির বিষ্টা সরাবে কে!

নিজস্ব প্রতিবেদক ::  পর্যটন রাজধানী কক্সবাজারের গেইটওয়ে হচ্ছে চকরিয়া উপজেলা। এ উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালায় মহাসড়কের পাশে মুরগির বর্জ্য মজুদ করার কারনে দেশী-বিদেশী পর্যটকসহ এ সড়কে চলাচলকারী যাত্রীরা গাড়ি যোগে ওই স্থানে পৌঁছলে পঁচা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়ে।

প্রশাসনের লোকজন এ মহাসড়ক দিয়ে রাতদিন আসা যাওয়া করলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এসব বর্জ্য তারা ওই স্থানে মজুদ করে বিভিন্ন স্থানে মাছ ও পান চাষীদের কাছে সরবরাহ দিয়ে থাকে বলে স্থানীয় জনগন জানান।

ওই এলাকার আশে পাশে বিভিন্ন মুরগির ফার্ম থেকে এ বিষ্টা সংগ্রহ করে এখানে এনে মজুদ করে রাখা হয়। মজুদকৃত মুরগির বিষ্টার পঁচা দূর্গন্ধে স্থানীয় ও যাত্রী সাধারণের পোহাতে হচ্ছে মানসিক যন্ত্রনা।

এ কারণে ওই এলাকার বসবাসরত গ্রামবাসী, ব্যবসায়ী, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ার অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: