ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সরকারের ভাবমুর্তি রক্ষা ও ভোক্তাদের সুফল নিশ্চিতকল্পে বাজার মনিটরিং জোরদার করতে হবে -চকরিয়ায় গণশুনানিতে সচিব হারুন অর-জামান ভূঁইয়া

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ উপলক্ষে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচিব হারুন-অর-জামান ভূঁইয়া।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া আইনজীবি সমিতির সভাপতি লুৎফুল করিব।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য চকরিয়া উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম দুলাল, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচিব হারুন অর-জামান ভূঁইয়া বলেছেন, সবধরণের পন্য বেচাকেনা এবং বাজারজাতের ক্ষেত্রে সরকারিভাবে নীতিমাল রয়েছে। কতিপয় ব্যবসায়ী চক্র সিন্ডিকেট করে সময়ে সময়ে বিভিন্ন ধরণের পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাসাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সর্ম্পকে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে সিন্ডিকেট চক্র ভোক্তাসাধারণকে ঠকাতে না পারে। অতিরিক্ত টাকা লুটে নিতে পারে।

তিনি বলেন, পন্য মুল্যের দাম বাড়িয়ে টাকা হাতিয়ে কতিপয় সিন্ডিকেট লাভ হলেও এইধরণের ঘটনা গুলোকে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে। সেইজন্য এখন থেকে বাজার মনিটরিং জোরদার করতে হবে। পাশাপাশি প্রতিটি বাজারে পন্যমুল্য টাঙ্গিয়ে দিতে হবে। তারপরও সিন্ডিকেট চক্র অবৈধ কর্মকা- অব্যাহত রাখলে তাঁর বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ নিতে হবে।

সভার শুরুতে চকরিয়া উপজেলায় আগমন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচিব হারুন-অর-জামান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: সচিব হারুন অর জামান ভুঁইয়া কর্মকালীন সময়ে অতীতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। ##

পাঠকের মতামত: